Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জাতীয় দলে খেলার স্বপ্ন আদিবাসী ক্রিকেটার অনিক বর্মনের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম। মাঠ সঙ্কটে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলাসিতা। তারপরও রাবার বল হাতে স্বপ্ন বুনেছেন। বাবা-মায়ের ইচ্ছার বিপরীতে গিয়ে অনুর্ধ্ব-১৯ প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন আদিবাসী অনিক দেব বর্মন। শোয়েব আক্তার, ব্রেট লি, তাসকিনকে আদর্শ মেনে হয়েছেন পেস বোলার। স্বপ্ন জাতীয় দলে খেলা।

উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, লিকলিকে গড়ন। যুব দলের প্রাথমিক স্কোয়াডে থাকা অনিক দেব বর্মন নজর কেড়েছেন ভিন্ন এক কারণে। অনূর্ধ্ব-১৯ দলের আদিবাসী ক্রিকেটার।

কক-বরগ ভাষায় স্বপ্নের কথাগুলো বলছিলেন অনিক দেব বর্মন। অন্য অনেকের মত তারও জাতীয় দলে খেলার প্রবল ইচ্ছা। কিন্তু ক্রিকেটের হাতেখড়ি মোটেও সহজ ছিল না। প্রত্যন্ত হবিগঞ্জ থেকে উঠে আসা এ তরুণ মা-বাবার বকুনি উপেক্ষা করে মেতেছিলেন ক্রিকেটের নেশায়।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার অনিক দেব বর্মন বলেন, আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না। আমাদের এলাকায় একটা বল ছিল রাবার বল।

শোয়েব আক্তার, ব্রেট লি, তাসকিন আহমেদ অনিকের তিন প্রিয় ক্রিকেটার। তাদের অনুকরণ করে নিজেও হয়েছেন পেসার। স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে জায়গা করে নেয়া অনিক এ বয়সে ১৩০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। খেলা শুরুর প্রথম দু’বছর বুট ছিলো না অনিকের। তিনি নিজেও সেটা জানতেন না।

অনিক দেব বর্মন বলেন, আমার লাইফে আমি একবার ব্যাটিং করি। তখন ৩৪ রান করে দলকে জিতিয়েছিলাম। বোলিংয়ে নিয়েছিলাম ৩ উইকেট, স্কুল ক্রিকেটে।

অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাজমুল হোসেন বলেন, ১৩০ কি.মি গতিতে বল করতে পারে। যেহেতু বলে সুইং করাতে পারে সেক্ষেত্রে ১২০ কিংবা এর বেশি হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে এসে ক্রিকেটে অংশগ্রহণ বিরল। নারী ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন চম্পা চাকমা। অনিকের স্বপ্ন পূরণ সাহস যোগাবে হাজারো আদিবাসী কিশোর-তরুণকে।

সর্বশেষ

খাগড়াছড়িতে দু’পক্ষের সংঘর্ষ, দোকান-বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

চট্টগ্রামের ছাত্র জনতার সমাবেশে একে-৪৭ এর গুলি চালানো সন্ত্রাসী বাদশা আটক

চট্টগ্রামে বিএনপির নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধি দলের বৈঠক

ঢাবির হলে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ শিক্ষার্থী গ্রেফতার

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নামঃ শাবনূর

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print