লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় শেষ ৮ বছরে জেমসকে তাঁর ‘বাংলাদেশ’ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি; গেল কয়েকদিনে এমন পোস্ট ঘুরতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আসলেই কী এমন কোন বাধা ছিল জেমসের? বিষয়টি আদৌতে কতটা সত্য—জানতে চাওয়া হয়েছিল জেমসের ব্যান্ড নগরবাউলের কাছে।
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলছেন, ‘এমন বাধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনও বলিনি।’
একই সঙ্গে রবিন আরও জানিয়েছেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।’
বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। অন্তর্জালে গুজব ছড়ানো হচ্ছে, ‘শহীদ জিয়া’ শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে।
তুমুল জনপ্রিয় এই গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে তেমনি আছে কীর্তিমানদের নামও।