বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়া লিমিটেড কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে একদল লোক স্লোগান দিয়ে কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর চালায়।
এসময় গ্রুপটির মালিকানাধীন ‘দৈনিক কালের কণ্ঠ’ ও ‘রেডিও ক্যাপিটাল’ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। কমপ্লেক্সের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুয়েন্টিফোর, দি সান, টি স্পোর্টস, বাংলা নিউজ টুয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের অফিস রয়েছে।