নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়ে শত শত পরীক্ষার্থী।মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে তারা ঢুকে পড়েন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাদের নিবৃত করতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়া হোক। দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা।
সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সিজান আহমেদ বলেন, দীর্ঘদিন পার হয়ে গেলো আমরা মাত্র ৭টি পরীক্ষা দিতে পেরেছি। নতুন করে রুটিন প্রকাশ করলে পরীক্ষা শেষ করতে আরও অনেক সময় লেগে যাবে। তখন ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটেও সময় পাওয়া যাবে না বলেও জানান এই শিক্ষার্থী।