কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন। র্যাব তাকে ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করে। বদিকে টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যা আবদুল্লাহ নামে এক ব্যক্তি ১৮ আগস্ট দায়ের করেন। এই মামলায় বদি সহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।
আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে তার স্ত্রী শাহীন আক্তার তার জায়গায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকায় বদির নাম পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ রয়েছে, এবং তার পরিবারের অন্তত ২৬ জনের নাম তালিকায় রয়েছে।