সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিনকে এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তারা দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে বিজ্ঞপ্তিতে আশা ব্যক্ত করা হয়েছে।