Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডা. দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী নুরুল ইসলাম খান এক বিএনপি নেতা। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দীপু মনিসহ আরও দুইজনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। একপর্যায়ে বাদীর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার মাথায়ও আঘাত করা হয়। তাছাড়াও, বাদীর ছেলেকে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে মারাত্মক আহত ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে একাধিক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় যারা জড়িত তাদেরকে মামলায় আসামি করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৫টি মামলা থানায় দায়ের করা হয়। এরমধ্যে চাঁদপুর সদর থানায় দুটি, হাজীগঞ্জে দুটি ও হাইমচরে একটি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনিকে ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি।

তাছাড়া, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) হামলা, ভাঙচুর, লুটপাট ও অগিসংযোগের অভিযোগে দীপু মনি ও তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ১৭০০ জনের নামে মামলা দায়ের করা হয়। চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার মামলাটি দায়ের করেন। মামলায় দীপু মনি ও তার ভাইসহ ৫১০ জনের নাম উল্লেখ করে এবং ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সর্বশেষ

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবোঃ শান্ত

ফিলিস্তিন থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবেঃ উপদেষ্টা নাহিদ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত’

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print