নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রাম ব্ল্যাকআউট এর খবর, পাঠক নিউজ বেশ কিছু স্থানে খবর নিয়ে নিশ্চিত হয় যে চট্টগ্রামের বেশ কিছু জায়গায় ২১শে আগষ্ট দিবাগত রাত ১ টা ১০ মিনিটে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। উল্লেখ্য নিউজটি প্রাকাশিত হওয়ার আগে বিভিন্ন সোর্স এর মাধ্যমে খবর নেয় পাঠক নিউজ, চট্টগ্রাম এর জিইসি, কাজির দেউড়ী, খুলশি, আকবরশাহ, কর্ণেলহাট, হালিশহর, ২ নন্বর গেইট, বহদ্দারহাট, মুরাদপুর, সুগন্ধা সহ চট্টগ্রামের বেশ কিছু জায়গায় একযোগে বিদ্যুৎ চলে যায়, এবং রাত ১টা ৩০ পর্যন্ত (নিউজ লিখার আগ পর্যন্ত) এসব এলাকায় তখনো বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়নি।
একটি নির্ভর যোগ্য সূত্র বলছে, গ্রিড ফেইলিউর এর কারনে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে অফিসিয়াল ভাবে বিষয়টি এখনি নিশ্চিত হওয়া যায়নি।
আরেকটি সূত্র জানায়, পটিয়ার জুলধা গ্রীড উপকেন্দ্রে স্থাপিত একটি সার্কিটের সিভিটি’র বিস্ফোরনের কারণে চট্টগ্রাম জোনের বিশাল এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। উক্ত সমস্যার কারনে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় রাত ১ টায় বিদ্যুৎ চলে যায়। রাত ১ টা ২০ মিনিট থেকে আবার বিদ্যুৎ সচল করতে সক্ষম হয়। এখন ক্রমান্বয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে।