বিশ্বব্যাংক নদী রক্ষায় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এ কথা জানান পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, বৈঠকে বিশ্বব্যাংক পরিবেশ ও বন মন্ত্রণালয়কে যেসকল প্রকল্পে সহায়তা প্রদান করছে, সেগুলোর ওপর আলোচনা হয়েছে। এছাড়া, বৈঠকে প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধকরণ এবং শব্দ দূষণ নিয়েও আলোচনা হয়েছে।
পরিবেশ উপদেষ্টা আরও জানান, নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না এবং নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।