আলোচিত সাংবাদিক দম্পতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা ও তাদের এক মেয়ে এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির ওই কর্মকর্তা জানান, আজ বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তাদের বিদেশ যাওয়া আটকে দেয়। এরপর ডিবি তাদের আটক করে। শেখ হাসিনার পতনের পর কারা কারা দেশের বাইরে যেতে পারবেন না, তার একটি তালিকা ইমিগ্রেশন বিভাগের কাছে দেওয়া হয়। সেই তালিকায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার নাম দেখে তাদের আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তারপর ডিবি গিয়ে তাদের আটক করে।
ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, আটকের পর শাকিল-রুপা দম্পতি ও তাদের মেয়েকে সকাল ৮টা ১০ মিনিটের দিকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। তারপর থেকে তারা সেখানে রয়েছে।
এর আগে দুপুরে ডিবির একটি সূত্র জানিয়েছিল, বুধবার সকাল ছয়টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়নি।