মানি লন্ডারিং ইস্যুতে ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটেনের সহায়তা কামনা করেছেন এবং ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ হাইকমিশনার ড. ইউনূসকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি রোহিঙ্গাদের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।
এদিন, প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জাপানের রাষ্ট্রদূত উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে এবং জাপান কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রাখবে।