ফেনীর বন্যার পানির স্রোতের তোঁড়ে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ মুছাপুর রেগুলেটর। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় হঠাৎ করে প্রথমে রেগুলেটরের মাঝের অংশ ভেঙে পড়ে। এক পর্যায় পুরো রেগুলেটর ভেঙে মেঘনায় চলে যায়।
স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক স্রোতের মধ্য দিয়ে উজানের পানি নামতে শুরু করে রেগুলেটর দিয়ে। গত শনিবার রেগুলেটরের পশ্চিম অংশে ফাটল ধরে। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ দিয়ে সামাল দেয়। কিন্তু সোমবার সকাল ১০টার দিকে হঠাৎ করে পুরো রেগুলেটরে ফাটল ধরে এবং মাঝের অংশ ভেঙ্গে যায়। এক পর্যায়ে পুরোটাই ভেঙ্গে পড়ে মেঘনায় চলে যায়। এ সময় রেগুলেটরের ওপরে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও নদীতে তলিয়ে যায়।
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। রেগুলেটরের ২৩ টি গেইট দিয়ে গত কয়েকদিন ফেনীর বন্যার প্রচুর পানি নেমেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।