সবাইকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ— এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্র আন্দোলনে শহীদ পলাশের বাড়িতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সমবেদনা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বৈষম্যহীন মানবিক মর্যাদা ও সুবিচারের বাংলাদেশ নির্মাণ করা হবে। যে দেশে মানবাধিকার লঙ্ঘন হবে না।
এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিহিংসার রাজনীতি এ দেশে আর ফিরে আসবে না।