Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় হাছান মাহমুদের ভাই এরশাদের ‘বিশাল সাম্রাজ্য” ধ্বংস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈদভাবে দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন ৫৫ একর জায়গা উদ্ধার করেছেন সংশ্লিষ্টরা। এসব জায়গায় রেস্টুরেন্ট ছাড়াও গড়ে তোলা হয়েছিলো গয়ালঘর ও পুকুর।
উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে দীর্ঘ ১৬ বছর দখলে থাকা জায়গাগুলো আজ সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করেন বনবিভাগের লোকজন।
received 383797641192812 রাঙ্গুনিয়ায় হাছান মাহমুদের ভাই এরশাদের ‘বিশাল সাম্রাজ্য" ধ্বংসবনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকার ৫০ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে ৬টি গয়ালঘরে গয়াল খামার এবং পাহাড়ে তিনটি পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলেন এরশাদ মাহমুদ। এছাড়া বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় বনবিভাগের মালিকানাধীন আরও ৫ একর জায়গা দখলে নিয়ে সেখানে রেস্টুরেন্টসহ পুকুর খনন করে পার্ক বানানো হয়েছিলো। দীর্ঘদিন প্রভাব বিস্তার করে দখলে রাখা এই ৫৫ একর বনবিভাগের মালিকানাধীন জায়গা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী বনসংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়েছে। খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ চট্টগ্রামের কমীর্রা উচ্ছেদ কাজে অংশগ্রহণ করেন।
received 1303704977486300 রাঙ্গুনিয়ায় হাছান মাহমুদের ভাই এরশাদের ‘বিশাল সাম্রাজ্য" ধ্বংসতিনি বলেন, ৬ ঘন্টাব্যাপী উচ্ছেদকালে ৬টি গয়াল ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং খননকৃত তিনটি পুকুরের পাড় কেটে পানি বের করে দিয়ে জায়গাটি খালি করা হয়। এছাড়া বান্দরবান সড়কের পাশে গড়ে তোলা রেস্টুরেন্টের তিনটি টিনের ঘর, চারটি গোলঘর উচ্ছেদ করা হয় এবং পুকুরটির পানি পাড় কেটে বের করে দেয়া হয়। উচ্ছেদকৃত জায়গায় বনায়ন করা হবে বলে তিনি জানান। এছাড়া তার দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন অন্যান্য জায়গাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

হাজার বছরেও শেখ হাসিনার মতো নির্মম কারও জন্ম হয়নিঃ মামুনুল হক

ঘুমের মধ্যেই নবাগত নায়িকার রহস্যজনক মৃত্যু

রাস্তার পাশে গাছে ঝুলছিল যুবকের রক্তমাখা শার্ট-গেঞ্জি, মরদেহ মিললো মর্গে

বেঁচে আছেন লাদেনের ছেলে হামজা!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছির গ্রেফতার

ভরা মৌসুমেও চট্টগ্রামে ইলিশের আকাল

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print