অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার, মিছিল-মিটিংয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই।
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনে দল হিসেবে আওয়ামী লীগকেই বিবাদী করা হয়নি। তাহলে কিসের রিট আবেদন করা হয়েছে? এই রিট চলতে পারে না।
মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের পরবর্তী শুনানি দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। তিনি আরও বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে রিট আবেদনে শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।