কুষ্টিয়ার পোড়াদহ থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন সৌদি প্রবাসী আকরাম আমির (৩৫)। বুধবার (২৮ আগস্ট) তার ফ্লাইট। অসাবধানতায় ট্রেনের মধ্যে হারিয়ে ফেলেন তার পার্স। যার মধ্যে ছিল নগদ টাকাসহ প্রয়োজনীয় সব ডকুমেন্টস। সব হারিয়ে যখন দিশেহারা আকরাম। তখন এক যাত্রীর মাধ্যমে পেয়ে যান তার সব ডকুমেন্টসসহ পার্সটি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে ফিরিয়ে দেন রেল কর্মচারীরা। তারপর যেন হাফ ছেড়ে বাঁচেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটেছে খুলনা থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আকরাম আমির মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ১২টায় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির ৭৩নং আসনের যাত্রী হিসেবে ঢাকায় যাচ্ছিলেন, তার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি তার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কুষ্টিয়ার পোড়াদহ জংশন স্টেশন থেকে চিত্রা ট্রেনে রওনা দিয়েছিলেন। আগামীকাল বুধবার (২৮ আগস্ট) তার সৌদির ফ্লাইটের তারিখ।
কিন্তু পথিমধ্যে ভেড়ামারা স্টেশনে পৌঁছার পর আকরাম আমির পাশের ‘ট’ বগির টয়লেট ব্যবহারের পরে তিনি ভুল করে তার প্রয়োজনীয় ডকুমেন্টসের পার্সটি অসাবধানতাবশতঃ সেখানেই ফেলে যান। নিজের আসনে গিয়ে দেখেন পার্সটি তার কাছে নেই। পার্স হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। পার্সের মধ্যে ছিল আকরামের সৌদি আরবের আকামা, সেখানকার সিটি কর্পোরেশনের কার্ড, দুটি ব্যাংকের কার্ড, প্রবাসী কল্যাণ স্মার্ট কার্ডসহ কিছু নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।
এক পর্যায়ে দুপুর সোয়া ৩টায় সিরাজগঞ্জের মনসুরাবাদ স্টেশনে গিয়ে ওই টয়লেট থেকে পার্সটি পান একজন যাত্রী। তিনি তখন সেটি ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশের এএসআই উজ্জল বিশ্বাসের হাতে পৌঁছে দেন। এসআই উজ্জল সেটি পাওয়া মাত্রই ট্রেনের দায়িত্বরত মানবিক টিটিই হিসেবে পরিচিত আব্দুল আলিম মিঠুকে বিষয়টি জানান ও পার্সটি তার হাতে দেন।
টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, পার্সটি হাতে পাবার পর চিত্রা এক্সপ্রেসে চেকিংরত সহকারি বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) ফারহান মাহমুদ স্যারের অনুমতি নিয়ে পিএ অপারেটর রুমে গিয়ে যাত্রীদের মনোযোগ আকর্ষণ করে হারানো বিষয়টি নিয়ে মাইকে ঘোষণা দেই।
তিনি জানান, ঘোষণা করা মাত্রই আকরাম আমির নামে যাত্রী যথোপযুক্ত প্রমাণসহ তার পার্সটি হারিয়ে গেছে বলে আমাদের সঙ্গে দেখা করেন। এরপর বেলা দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু পশ্চিম স্টেশনে পৌঁছার পর উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমরা ডকুমেন্টসসহ পার্সটি তার হাতে ফিরিয়ে দেই। এ সময় হারিয়ে ফেলা নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আকরাম আমির।
টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, আকরাম আমির ভাই আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা। তার মতো আরো অনেক যোদ্ধার পাঠানো টাকায় আমাদের দেশের অর্থনীতির চাকা অনেকটা গতিশীল। তার হারানো জিনিস ফেরত দিতে পেরে এবং তার সৌদি যাত্রা নির্বিঘ্ন করতে পেরে আমরা গর্ববোধ করছি।
এ বিষয়ে আকরাম আমির বলেন, ছুটি শেষে আগামীকাল বুধবার (২৮ আগস্ট) আমার সৌদি যাবার ফ্লাইটের তারিখ। তাই আজকেই ঢাকায় চলে এসেছি। আসার পথে অসাবধানতাবশতঃ পার্সটি হারিয়ে ফেলি। যার মধ্যে আমার সবকিছু আছে। খুব ভেঙে পড়েছিলাম কি হবে এই দুশ্চিন্তায়। আল্লাহর অশেষ রহমত সব আবার ফিরে পেয়েছি। আর যে যাত্রীর মাধ্যমে পেলাম সেই যাত্রীসহ ট্রেনের টিটিই, পুলিশ সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটাই আমার সোনার বাংলাদেশ।