Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে পিটিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩৫) এর লাশ উদ্ধার হয়েছে পাশবর্তী চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে আব্দুল মান্নানকে রাউজান রাঙামাটি-চট্টগ্রাম সড়কের চৌধুরী মার্কেটের পাশে জঙ্গল থেকে পথচারীরা তার দেহ উদ্ধার করে জে কে মেমোরিয়াল হসপ্পাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে রাউজান উপজেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তার লাশ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

আব্দুল মান্নান পেশায় একজন বালি ও কংকর ব্যবসায়ী। তিনি কাউখালি উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকার কবির মিস্ত্রির ছেলে।

আবদুল মান্নান এর আত্মীয় মো. জিরামন জানান, রাঙ্গুনিয়া থেকে আব্দুল মান্নানকে দুপুর ১টার দিকে ৪-৫ জন ধরে নিয়ে এসে জলিল নগর একটি মার্কেটে মারে। পরে তারা মান্নানকে চৌধুরী মার্কেটের পাশে ফেলে চলে গেলে, এলাকার লোকজন দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করলে, মৃত্যু সনদের জন্য রাউজান উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সাড়ে তিনটার দিকে তার মরদেহ বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় তার নিজ বাসায় নিয়ে আসা হয় পরিবারের কাছে। তবে তাকে কেন মারা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কাউখালি থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর জানান, আব্দুল মান্নান এর লাশ রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। তাকে বেতবুনিয়ায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। লাশের ময়নাতদন্ত করা হবে। তবে মামলা করলে সেটা রাউজান থানায় করতে হবে।

উল্লেখ্য, কাউখালি উপজেলার উপর দিয়ে নেমে আসা নদী থেকে বালি উত্তোলন নিয়ে গত ৫ আগস্ট এর পর থেকে উত্তোলনকৃত বালির স্তুপ দখল নিয়ে উত্তেজনা চলছিল। যার কারণে রাঙামাটি জেলাসহ আশপাশের উপজেলায় বালি সরবরাহ ও বিক্রয় বন্ধ রয়েছে।

সর্বশেষ

খাগড়াছড়িতে দু’পক্ষের সংঘর্ষ, দোকান-বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

চট্টগ্রামের ছাত্র জনতার সমাবেশে একে-৪৭ এর গুলি চালানো সন্ত্রাসী বাদশা আটক

চট্টগ্রামে বিএনপির নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধি দলের বৈঠক

ঢাবির হলে গণপিটুনিতে হত্যা মামলায় ৩ শিক্ষার্থী গ্রেফতার

সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নামঃ শাবনূর

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print