বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার ও কাপড় গ্রহণ করা হচ্ছে না। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন নগদ অর্থসহ চাল, ডাল, তেল, মশলা, শিশুখাদ্য ও ন্যাপকিন দানের আহ্বান জানাচ্ছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আজ সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ। যথারীতি এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি সবাই দিচ্ছেন ত্রাণ।
সকলের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যাদুর্গতরা। বর্তমানে টিএসসির বুথে আর অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি অর্থ নেয়া হচ্ছে বলে জানা গেছে।