Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এস আলমের গাড়ী কান্ডে ফেঁসে গেলেন সুফিয়ানসহ ৩ নেতা: দ. জেলা বিএনপি কমিটি বিলুপ্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এস আলম গ্রুপের ১৪ টি বিলাসবহুল গাড়ী কারখানা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য সহ সকল পদ স্থগিত এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটি বিলুপ্তি ৩ নেতার সদস্য পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

একই সময়ে অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ নং যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম ও আহবায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য- নগরীর মইজ্যার টেক এলাকার এস আলমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত ১৪টি গাড়ি বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠে। গত ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) মধ্যরাতে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার ওই কারখানা থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। এস আলমের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেওয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থাবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হচ্ছে। গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক এনামুল হক এনাম, কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়িচালকসহ বিএনপির বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আঁধারে কারখানা থেকে একের পর এক বেশ কয়েকটি গাড়ি বের হতে দেখা যায় এবং এনাম ও মামুনের উপস্থিতিও দেখা গেছে।

সর্বশেষ

এস আলমের গাড়ী কান্ডে ফেঁসে গেলেন সুফিয়ানসহ ৩ নেতা: দ. জেলা বিএনপি কমিটি বিলুপ্ত

পরিচয় দেয়া ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক

টিসিবি’র পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেফতার ২

চুক্তির মেয়াদ অবশিষ্ট রেখেই অবসরে গেলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন

মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকুক, চান না তারেক রহমান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print