চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর একে-৪৭ দিয়ে গুলির চালানো দুধর্ষ সন্ত্রাসী সোলায়মান বাদশা প্রকাশ টোকাই সোলেয়মানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নোয়াখালী থেকে (১৯ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে সন্ত্রাসী সোলায়মান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে এই সোলায়মান বাদশা : সোলাইমান বাদশা পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট গ্রিনভ্যালি আবাসিক এলাকার আবু তাহেরের ছেলে। রাজনৈতিক বড় ভাইদের ছত্রছায়ায় থেকে কিশোর বয়স থেকে কিশোর গ্যাংয়ের গ্রুপ গড়ে তুলে। পরবর্তীতে নিজেই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আসে। তার বিরুদ্ধে নগর্রীর পাঁচলাইশ, খুলশী ও চকবাজার থানায় রয়েছে একাধিক মামলা।
অভিযোগ আছে যুবলীগ সন্ত্রাসী হিসেবে একজন কাউন্সিলরের ছত্রছায়ায় সোলায়মান বাদশা নানা অপকর্ম করে বেড়াত।