তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরণের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠী নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোন বৈষম্য থাকবে না।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাস স্ট্যান্ডে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। যাতে সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চাই তাদের কোনভাবে সুযোগ দেয়া যাবে না। পাহাড়-সমতল মিলে বাংলাদেশ।
এর আগে দীঘিনালার লারমা স্কয়ারে গত বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে।