চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় আনোয়ার হোসাইন (৪২) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি ছিলেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার হোসাইন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মুহুরি বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত ইসহাক মিয়ার বড় ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।
জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে সীতাকুণ্ড সদরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদের এলাকার কসাইখানা সামনে পিছন থেকে একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চট্টগ্রামমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আনোয়ার হোসাইন নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।