ঢাকা মহানগরীতে সপ্তাহে সাতদিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ বা অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এ ঘোষণা দেন।
এ সময় জানানো হয়, বাসে ছাত্রদের অর্ধেক ভাড়া সপ্তাহে পাঁচদিনের স্থলে সাতদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কার্যকর হবে এবং এটি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে। অর্ধেক ভাড়ার জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধু মহানগরী এলাকায় কার্যকর থাকবে।
এর আগে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন (শুক্রবার-শনিবার ছাড়া) বাসে ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করে বিআরটিএ, যা এখনও বলবৎ আছে। এখন সেটি ছুটির দিনসহ সবদিন করা হলো।