সিলেট-তামাবিল মহাসড়কে বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি’র চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।Pause
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। তখন টহলদল বালুভর্তি একটি সন্দেহজনক ট্রাককে থামার সিগন্যাল দেয়। তবে ট্রাকটি বিজিবি’র সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে সুরমা-বাইপাস সড়ক থেকে সেটি আটক করে।
পরে বিজিবি টহলদল বালুভর্তি ট্রাকে তল্লাশি করলে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চিনির বস্তা দেখে তা জব্দ করে। এসব ভারতীয় চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।