জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তৌহিদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির পক্ষ এ ঘটনায় থেকে পাঁচবিবি থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রুস্তমপুর গ্রামের আবু বক্করের ছেলে।
ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি বলেন, তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানুষকে ভারতে পাঠানোর কাজ করে আসছে। তিনি কোনো ভিআইপি বা রাজনৈতিক ব্যক্তিকে ভারতে পালাতে সহায়তা করেছে কিনা এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির সোনাতলা সীমান্তের ২৮০/২৪ পিলার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশ হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তৈাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়।