চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ৯ জন।
তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ। নিহতদের এক জনের নাম বিকাশ (২৪)। অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, নিউমার্কেট মুখী ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জন গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনায় আনুমানিক ১২ জন আহত হতে পারে বলে জানান তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।