বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে একটি বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার কেজি (২০০ বস্তা) চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের রহমতবালা গ্রামে এই অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে ভ্যানে করে সরকারি চালের বস্তাগুলো সালেক মিয়ার বাড়িতে আনা হয়। পরে ওইদিন রাতে সরকারি বস্তা থেকে চালগুলো বের করে অন্য বস্তায় রাখা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সালেকের বাড়ির দুটি ঘর থেকে ৫০ কেজি ওজনের ২০০ বস্তা চাল পাওয়া যায়। পরে খাদ্য বিভাগের কর্মকর্তারা চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে নিশ্চিত করে। এরপর চালগুলো জব্দ করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক সালেক উপস্থিত না থাকায় তাকে আটক করা যায়নি। তবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পলাশ চন্দ্র সরকার আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল বিতরণের পর গ্রহীতাদের অনেকে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। লাহিড়ীপাড়া ইউনিয়নে সম্প্রতি খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল বিতরণ করা হয়েছিল। এসব অনিয়ম প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।