দীর্ঘ আড়াই মাসের জলাবদ্ধতার পানি সরতে না সরতে আবারও বৃষ্টি শুরু হয়েছে নোয়াখালীতে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি চলছে বৃহস্পতিবার পর্যন্তও। এতে যেসব অঞ্চল থেকে পানি কিছুটা নেমেছে সেখানে পুনরায় পানি বাড়তে শুরু করেছে।
বৃস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহর মাইজদীর কয়েটি এলাকা ঘুরে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়, জজকোর্ট, হাসপাতাল ও সার্কিট হাউজ সড়কে পুনরায় পানি জমে গেছে। গত ১০-১৫ দিনে এসব সড়ক থেকে পানি সরে গিয়েছিল। এ ছাড়া লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর ও হাউজিং এলাকায়ও পুনরায় পানি জমতে শুরু করেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে পুনরায় জেলার ২১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়বে।
সরকারি হিসাবে গত আড়াই মাসের জলাবদ্ধতায় এখনও প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। এখনও অর্ধলাখ মানুষ বিভিন্নস্থানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।