Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লেবাননে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা প্রবাসীদের দূতাবাসের হটলাইনে যোগাযোগের পরামর্শ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে সপ্তম দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ স্থাপনা রকেট লঞ্চার সাইট ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। হামলায় শনিবার নিহত ৩৩ জনসহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭৫০ জন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ১০ লাখের বেশি মানুষ। এদিকে, দেশটিতে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। সেই সঙ্গে সেখানে কোনো বাংলাদেশি সমস্যার মুখোমুখি হলে দ্রুত বৈরুতে অবস্থিত দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। লেবাননে বাংলাদেশ দূতাবাস ওই ভিডিও বার্তা প্রচার করেছে। বৈরুতের স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রদূত ওই ভিডিও বার্তা দেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন ও হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে, অনুগ্রহ করে আপনার নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের দ্রুত জানান; আমরা আন্তরিক প্রচেষ্টার সাথে আপনাকে সমর্থন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

রাষ্ট্রদূত জানান, লেবাননের পরিস্থিতি গত চার থেকে পাঁচ দিনে মারাত্মকভাবে অবনতি হয়েছে এবং যারা বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে রয়েছেন, তারা একটি অত্যন্ত উত্তাল সময় পার করছেন। বৈরুতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও অন্যান্য নিরাপত্তার পরিপন্থী বেশ কিছু ঘটনা ঘটেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, গত শুক্রবার রাতে বৈরুতের দাহিহ এলাকায় এবং কাছাকাছি অঞ্চলে থাকা প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের পরামর্শ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত সবাইকে গুজব এড়িয়ে চলার আহ্বান জানান এবং সবাইকে ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ

লেবাননে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা প্রবাসীদের দূতাবাসের হটলাইনে যোগাযোগের পরামর্শ

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি, কোনো টাকা আসেনি যেসব ব্যাংকে

জনগণ ভোটে নির্ধারণ করবে তারা কাদের পক্ষে আছেঃ ফারুকী

সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে যা জানালেন উপদেষ্টা আসিফ

সাংবাদিক জাহিদুল করিম কচিকে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষে সদস্য হিসেবে নিয়োগ

হৃদরোগ প্রতিরোধে কর্মদ্যোগ বাড়ানোর তাগিদ চিকিৎসকদের

সাংবাদিক বদিউল আলম আর নেই

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print