বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালীন গত ৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণে শাহিনুর হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মো. কামরুজ্জামান সুজনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ আগস্ট রাজধানীর লালবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহিনুর হত্যাকাণ্ডের ঘটনায় এজহারনামীয় আসামি মো. কামরুজ্জামান সুজনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।