নিজস্ব প্রতিবেদক : নগরীর পতেঙ্গার কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ইস্টার্ন রিফাইনারির জেটিতে খালাসরত অবস্থায় এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ।
এতে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।
এ ব্যাপারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগেছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।