সিঙ্গাপুরে ১৩ দিন চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসছেন চট্টগ্রামের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। ১ অক্টোবর (মঙ্গলবার) রাত ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে সাবেক এই মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে তার একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ ৩০ অক্টোবর সোমবার একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় বর্তমানে সিঙ্গাপুর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতালের বাইরে অবস্থান করছেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এ সময় তার সঙ্গে অবস্থানকারী পুত্র ব্যারিষ্টার মীর হেলাল ও মীর নাছির উদ্দিনের স্ত্রী লুৎফুন্নেছো নাছির দেশে ফিরবেন।
ইতিমধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিসিইউতে ভর্তি ছিলেন। ১ সেপ্টেম্বর (রোববার) বেলা সাড়ে ১১টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া ও হার্টের সমস্যার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। এর আগে গত বছর নিউরো সমস্যার কারণে মীর নাছির সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাল থেকে চিকিৎসা নেন।
উল্লেখ্য, মীর মোহাম্মদ নাছির উদ্দিন সাবেক রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।