ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কতদিন থাকব তা আমরাই বলবোঃ ভয়েস অফ আমেরিকাকে ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সংবাদটি পড়তে সময় লাগবে ৪ মিনিট

আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দেড় বছর কি না এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, ইচ্ছে করলে তা ধরে নিতে পারেন। কিন্তু এটি সরকারের মতামত নয়। সরকার এখন পর্যন্ত কোনো মত দেয়নি। এটি আমাদেরকেই বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ।

গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ শেষে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। তবে উপদেষ্টা পরিষদ এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, এটি আইনগত বিষয়, এই প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।

ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, দুই দেশের মধ্যে স্বার্থ হলো অত্যন্ত ঘনিষ্ঠ ও মধুর সম্পর্ক গড়ে তোলা। তবে মাঝে মধ্যে কতগুলা প্রশ্ন এসে যায়, যেখানে সম্পর্কে একটু চির ধরে। যেমন, সীমান্তে গুলি করার ফলে বাচ্চা ছেলেমেয়ে মারা গেলো। এই বিষয়গুলো মনে কষ্ট দেয়। তবে ভারতের সরকার ইচ্ছা করে এসব করেছে তা মনে করি না। তবে কারণগুলো বের করে তা যেন বন্ধ করতে পারি। যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

ছাত্ররা বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিল। সরকারেও তাদের প্রতিনিধি রয়েছে। তবে অনেক ছাত্রকে দেশের নানা ক্ষেত্র ও প্রতিষ্ঠানে কতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

শিক্ষার্থীরাই কি দেশ চালাচ্ছে? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, শিক্ষার্থীরা দেশ চালাচ্ছে বলছি না। তবে তাদের চালানো উচিত। আমি এই দায়িত্ব পালনের আগে থেকেই বলছি যে তরুণদের হাতে ছেড়ে দেয়া উচিত।

ক্ষমতা নেয়ার প্রায় দেড় মাস পর সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেয়ার প্রয়োজন হলো কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের হত্যা করাসহ গণবিরোধী ভূমিকা পালন করায় পুলিশের ব্যাপারে জনগণের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। গণঅভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় তাদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না। আনসারকে দায়িত্ব দিয়েও কোনো লাভ হয়নি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে দুইমাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে।

ড. ইউনূস আরও বলেন, নানা ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সমাবেশ হচ্ছে। বিশেষ করে পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা দিলো। তখন ভাবলাম এভাবে চলতে দিলে তা বাড়বে। তখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া বিষয়টি সামনে আসলো। সেনাবাহিনী বললো আমাদেরকে কেউ পরোয়া করছে না। কারণ আমাদের কোনো ক্ষমতা নেই। তখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলো।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংঘটিত হত্যাকাণ্ড, বিশেষ করে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচারের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সে যেখানে অপরাধ করেছে তার বিচার হবে। তা না হলে তো বিচার সম্পন্ন হবে না।

এ সাক্ষাৎকারে ডঃ মুহাম্মদ ইউনূস ১৯৭১-এর যুদ্ধাপরাধের জন্য পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, সার্ক পুনরায় কার্যকরভাবে চালু করার ব্যাপারে পাকিস্তান, নেপাল, ভূটানের সাথে জাতিসংঘ অধিবেশনের ব্যস্ততার ফাঁকে আলোচনা করা, সংবিধান সংস্কারসহ নানাক্ষেত্রে সংস্কারের বিষয়ে তার সরকারের উদ্যোগ ও অগ্রগতি, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে অন্যান্য জাতিগোষ্ঠীর বাংলাদেশী নাগরিকদের সঙ্গে বাঙালিদের সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয়েও কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো মাত্র আসলাম। এত বছরের একটা সমস্যা, দুদিনে সমাধান হবে টা আশা করা তো ঠিক হবে না। একতী শান্তি চুক্তি হয়েছে। সেই চুক্তি বহু বছরের চেষ্টায় হয়েছে। তবে সেই শান্তি চুক্তি বহাল করা যাচ্ছে না, মান্য করছে না। এখন কি আবার নতুন করে শান্তি চুক্তি করতে হবে? সেটা আমাদের সরকার পেরে উঠবে না। এটা পরবর্তীতে যেই নির্বাচিত সরকার আসবে, তারা করবে।

নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সে বিষয়ে সরকারের কী সিদ্ধান্ত কী নেবে এমন প্রশ্নে তিনি বলেন, রোহিঙ্গারা আসতে চাইলে তাদের আসতে দেব। আমরা তাদের গ্রহণ করব।

সাক্ষাৎকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামে ছয়দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৮০ হামলা

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

শীতে জ্বরঠোসা হলে কীভাবে সারাবেন? রইল প্রতিকারের উপায়

দেশ গড়তে নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল সেই আ. লীগ কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ ম্যাচে অসদাচরণ, শাস্তি পেলেন জোসেফ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print