ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জমকালো আয়োজনের মধ্যদিয়ে এসএ ওয়াল্ড’এর উদ্ভোধন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13320436_10208322957544159_6392855019914610353_o
পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মেজবান হলে এস এ ওর্য়াল্ড এর বর্ণাঢ্য আয়োজন।

ঘড়িতে সময় তখন রাত পৌনে আটটা, নগরীর রেডিসন হোটেলের মেজবান হলটি কানায় কানায় পূর্ণ। তখনি মঞ্চ মাতাতে উঠেন শিল্পী আনিকা, শুরু করেন তার প্রথম গান “ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখ” এর পর পরিবেশন করেন “বন্ধে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে” এবং এর পর ধরেন চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গাণ “মধু হই হই বিষ খাওয়াইলা”

২রা জুন, বৃহষ্পতিবার নগরীর রেডিসন ব্লু টিটাগাং বে ভিউর মেজবান হলে ওয়াল্ড ক্লাস ফ্যাশন হাউজ এসএ ওয়াল্ড এর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজন করা হয় “সেলিব্রেটিং কনসার্ট” এর। নানা বয়সী ফ্যাশনপ্রিয় মানুষের মিলনমেলায় গান, নাচ আর ফ্যাশন কিউতে নিজেদের উজাড় করে দেন শিল্পীরা। তবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু নগর বাউলের জেমস। তিনি আসবেন গান শোনাবেন।

সেলিব্রেটিং কনসার্টটির সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক ফুয়াদ এবং আমব্রিনা সারজিন আমব্রিন।

আনিকা’র পর মঞ্চ মাতাতে আসনে সুকন্ঠী জাকিয়া সুলতানা কর্নিয়া, শুরু করেন নিজের পছন্দের গান “মন মাঝিরে আয় ফিরে আয়” দিয়ে, এরপর একে একে “সুন্দরী কমলা নাচে”, “সোহাগ চাঁদ বদনী ধনী নাচোতো দেখি” গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন।

এর পর মঞ্চে আসেন বাংলাদেশ আইডল এর শিল্পী আরিফ রহমান জয়, গাইলেন “আমারো পরানো যাহা চায়”, “সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই”

গুরু
গান পরিবেশন করছেন নগর বাউল খ্যাত জেমস।

ঘড়িতে সময় তখন সোয়া নয়টা, শুরু হয় প্রথম ফ্যাশন কিউ, মঞ্চ মাতাতে মডেলরা পড়ে আসেন ওয়াল্ড ক্লাস ফ্যাশন হাউস এসএ ওয়াল্ড এর কনের পোশাক। ঝলমলে প্রতিটা কিউতেই মডেলরা ছিলেন খুইব প্রানবন্ত। তবে ফ্যাশন কিউর মূল আকর্ষন ছিলো মডেল কাম চিত্রনায়ক নীরব এবং চিত্রনায়িকা নিপুণ।

রাত ৯ টা ৫০ এসএ ওয়াল্ড এর লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন, চট্টগ্রাম এর পুলিশ সুপার কেএম হাফিজ আকতার, বিজিএমইএ’র সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু এসএ গ্রুপ অফ কোম্পনিজ এর ব্যাবস্থাপনা পরিচালক সালাহ্উদ্দিন আহমেদ সহ এসএ গ্রুপ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, এসএ ওয়াল্ড ফ্যাশন হাউজের মাধমে বাংলাদেশের মানুষ এবং নতুন প্রজন্ম উপকৃত হবেন।

13346146_10208322958944194_3906458604157409206_o
রেডিসন ব্লুতে চলছে মন মাতানো সঙ্গীতানুষ্ঠান।

পুলিশ সুপার কেএম হাফিজ আকতার বলেন, চট্টগ্রামে গুনগতমানের ভালো প্রতিষ্ঠানের দাবি ছিলো বহুদিনের। ন্যায্যমূল্যে পাবেন জানিয়েছন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। চট্টগ্রামের মানুষ ঢাকায় বা ঢাকার বাইরে কেনাকাটা করতে যান। ওয়াল্ড ক্লাস ফ্যাশন হাউজ হলে এখানেই সবাই সবার কেনাকাটা সারাতে পারবেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম এ ওয়াল্ড ক্লাস ফ্যাশন হাউজ হওয়াতে শুভেচ্ছা জানান এসএ ওয়াল্ড’কে।

সালাহউদ্দিন তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফ্যাশন হাউজ চালূ করেছি। ন্যায্যমূল্যে পোশাক পাবেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে শুরু করলাম। এসএ পরিবহনের যাত্রাও শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে। এসএ পরিবহন বিগত ৩৫ বছর ধরে শুনামের সাথে আপনাদের সেবাই নিয়োজিত রয়েছে, তেনমি এসএ ওয়াল্ড’ও আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। ঢাকায় ফ্যাশন হাউজ চালু করবো ৫-৭ রমজান। এবার ষ্টেডিয়ামে উদ্ভোধন করার ইচ্ছা থাকলেও প্রাকৃতিক দিক বিবেচনা করে তা করতে পারিনি, তবে কথা দিচ্ছি আগামী ডিসেম্বরে বড় পরিসরে আরেকটি কনসার্ট করবো।

মঞ্চে গান পরিবেশন করছেন শিল্পী আনিকা
মঞ্চে গান পরিবেশন করছেন শিল্পী আনিকা

লোগো উন্মোচন পর্বে “ওরে সাম্পানওয়ালা” গানের সঙ্গে নৃত্য পরিবেশন ছিলো চোখে পড়ার মতো।

উল্লেখ্য আগামী শনিবার (৪জুন) সিডিএ এভিনিউতে (হাউজ ১৫৪) এসএ ওয়াল্ডের উদ্ভোধন করবেন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। গত ১ জুন চট্টগ্রামের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন এসএ গ্রুপ অফ কোম্পানিজ এর ব্যাবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

আবার শুরু হয় ফ্যাশন কিউ, একে একে মডেলরা এসএ ওয়াল্ড এর বিভিন্ন পোষাক পরে মঞ্চ মাতাতে থাকেন। মঞ্চ মাতান চিত্রনায়িকা নিপুন এবং নীরব।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটাতে রাত ১০টা ৫৪ মিনিটে দুই হাত জোড় করে রংচটা জিনসের প্যান্ট, গোল গলার কালো গেঞ্জি সেই কালো দীঘল চুল নিয়ে মঞ্চে আসেন কিংবদন্তী শিল্পী নগর বাউল জেমস। উল্লাসে ফেঁটে পড়েন সন্ধ্যা থেকে আপেক্ষমাণ ভক্তরা।

মঞ্চ মাতাচ্ছেন নগর বাউল জেমস। ছবিঃ পাঠক.নিউজ
মঞ্চ মাতাচ্ছেন নগর বাউল জেমস। ছবিঃ পাঠক.নিউজ

শুরু করেন “লেইস ফিতা লেইস” গানের পর সংগীত জগতের জায়ান্ট বললেন “শুভ সন্ধ্যা” একে একে গাইতে থাকলেন “কবিতা তুমি স্বপ্ন চারিনি হয়ে…”, “চুলটানা বিবিআনা, সাহেব বাবুর বৈঠক খানা”

এসএ গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালককে ধন্যবাদ দিয়ে আবার শুরু করলেন গান, “সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে…” জেমস গাইছেন, সাথে গাইছেন ভক্তরা মাঝে মাঝে জেমস চুপ হয়ে যাচ্ছেন, আর গান চালিয়ে নিচ্ছেন ভক্তরা, গাইলেন “চোখের দেখা মনের দেখা হয়, ভালোবেসে…”, “চাল চালে আপনে ঘার…”, “গুরু ঘর বানাইলা কি দিয়া”, “ফুল নেবে না অশ্রু নেবে”, “ঝাকানাকা দেহ দোলানা”, “সুন্দরী তমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়”, “পাগলা হাওয়ার তরে, মাটির পিদিম নিভু নিভু করে”…

গানে গানে শ্রেতাদের অন্য ভুবনে নিয়ে গেলেন এই কিংবদন্তী, পরিবেশন করেন, তার আরেক বিখ্যাত গান “বিগি বিগি সিহে রাত বিগি বিগি” এই গানের মধ্য দিয়েই ইতি টানা হয় ওয়াল্ড ক্লাস ফ্যাশন হাউজ এসএ ওয়াল্ড এর গ্র্যান্ড ওপেনিং এর “সেলিব্রেটিং কনসার্ট”

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print