ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুই বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ময়মনসিংহ বিভাগের তিনটি জেলা হঠাৎ বন্যায় ক্ষতির মুখে পড়েছে। অপরদিকে রংপুরে বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। ময়মনসিংহ বিভাগে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আর রংপুরে বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি কমছে এবং কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী কলমাকান্দা এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী, গোয়ালকান্দা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়ার তথ্যানুযায়ী, আগামী ৩ দিন ময়মনসিংহ বিভাগ ও উজানে অতিভারী বৃষ্টি হতে পারে। তা সত্ত্বেও আগামী ৩ দিন পর্যন্ত ভোগাই নদীর পানি কমতে পারে এবং শেরপুর, ময়মনসিংহ জেলার ভোগাই নদী ও আশপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ৩ দিন নেত্রকোনা জেলার কংস ও সোমেশ্বরী নদীর পানিও কমতে পারে এবং আশপাশের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে।

এ ছাড়া জামালপুর জেলার জিঞ্জিরাম নদীর পানি ধীর গতিতে বাড়তে পারে, তবে পরবর্তী ১ দিনে তা স্থিতিশীল থেকে কমতে পারে বলেও বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে।

রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি বাড়ছে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত নদ-নদীর পানি বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ

তারেক রহমানের নেতৃত্বে শেষ ধাক্কায় হাসিনা পালিয়ে গেছেঃ খসরু

অপশক্তি ছোবল মারলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যাবেঃ এ্যানি

হাসিনা সরকারকে হটানোর ভিত্তি তৈরি করেছিল বিএনপি : আমির খসরু

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি সরাসরি নাকচ করলো ইরান

গিয়াস কাদেরের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি অভিযোগ মিথ্যা : সিআইপি ফোরকান

তিনদিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে দস্যুদের হাতে অপহরণ হওয়া ১৯ জেলের

মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো দু’জনের

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print