ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইনু-বাহাউদ্দিন নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা-৮ আসনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ত্রী-সন্তানের ব্যক্তি মালিকানা ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে– যেসব হিসাব স্থগিত করা হয়েছে, তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনের সময় আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আর হাসানুল হক ইনু এখন কারাগারে বন্দি আছেন।

সর্বশেষ

তারেক রহমানের নেতৃত্বে শেষ ধাক্কায় হাসিনা পালিয়ে গেছেঃ খসরু

অপশক্তি ছোবল মারলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যাবেঃ এ্যানি

হাসিনা সরকারকে হটানোর ভিত্তি তৈরি করেছিল বিএনপি : আমির খসরু

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দাবি সরাসরি নাকচ করলো ইরান

গিয়াস কাদেরের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি অভিযোগ মিথ্যা : সিআইপি ফোরকান

তিনদিনেও খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে দস্যুদের হাতে অপহরণ হওয়া ১৯ জেলের

মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো দু’জনের

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print