চট্টগ্রামের মীরসরাই ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন।
এর মধ্যে মিরসরাইতে দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারের শিশুসহ ৪জন এবং হাটহাজারীতে একজন মারা যান।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে খইয়াছড়া এলাকায় একটি সিএনজি অটো রিকশকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনস্থলে ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৪জন নিহত হয়। এসময় সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন কাজল রেখা, নুরজাহান, শিরিনা ও ৭মাস বয়সী শিশু নিহাত।
পুলিশ এবং নিহতের স্বজনরা জানিয়েছে, সীতাকুণ্ডে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নিহতরা খইয়াছড়া এলাকার একটি অটোরিকশায় উঠছিলেন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৪জনের মৃত্যু হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরো তিনজন আহত হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দূর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোহাম্মদ আজওয়াদ মাহিন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চারিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই মাদ্রাসা ছাত্র ও এলাকাবাসী সড়ক অবরোধ করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।