Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রথম একসঙ্গে হৃদযন্ত্র-দুটি ফুসফুস প্রতিস্থাপন, চিকিৎসাবিজ্ঞানে তোলপাড়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মানুষের শরীরে প্রথমবারের মতো অতিগুরুত্বপূর্ণ দুটি অভ্যন্তরীণ অঙ্গ হৃদযন্ত্র ও দুটি ফুসফুস একসঙ্গে সফলভাবে প্রতিস্থাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসকেরা। ক্লিভল্যান্ড ক্লিনিক আবুধাবি মঙ্গলবার (২২ অক্টোবর) এমনটি ঘোষণা করেছে। রোগীর শারীরিক গঠন ও তার স্বাস্থ্যগত জটিলতার কারণে অস্ত্রোপচারটি আট ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

৫৬ বছর বয়সী আমিরাতের বাসিন্দা ওই নারী ফুসফুসের উচ্চ রক্তচাপ (পালমোনারি হাইপারটেনশন) রোগে ভুগছিলেন, যা ফুসফুসের ধমনিতে উচ্চ চাপের কারণে সৃষ্ট এক জীবনহানিকর অবস্থা। এটি হৃদপিণ্ড থেকে ফুসফুসে রক্ত চলাচলে বাধা দেয়। খবর খালিজ টাইমসের।

হাসপাতালের বক্ষ সার্জারি বিভাগের প্রধান ড. উসমান আহমদ জানান, রোগী চমৎকারভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং এখন পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় আছেন। এর মধ্যে দিয়ে ঐতিহাসিক এক চিকিৎসা প্রক্রিয়ার যাত্রা শুরু হলো। ‘আমরা অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ এক দল চিকিৎসক এবং শল্য চিকিৎসকদের নিয়ে একটি দল করতে সফল হয়েছি, যারা একযোগে অত্যন্ত জটিল এই অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন,’ বলেছেন ড. মিতেশ বাদিওয়ালা, হৃদযন্ত্র, ধমনী এবং বক্ষ ইনস্টিটিউটের স্টাফ চিকিৎসক।

ড. আহমদ ও ড. বাদিওয়ালার নেতৃত্বে সার্জনদের দল রোগীকে ‘হার্ট-লাং বাইপাস মেশিন’ এর সঙ্গে সংযুক্ত করে তার ক্ষতিগ্রস্ত হৃদপিণ্ড ও ফুসফুস দুটি সম্পূর্ণ অপসারণ করে এবং নতুন অঙ্গ প্রতিস্থাপন করেন। এরপরই দুটি অতিগুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ একসঙ্গে ভালোভাবে কাজ করতে শুরু করে।

এতে চিকিৎসাবিজ্ঞানে তোলপাড় পড়ে যায়। এই বিরল অস্ত্রোপচার হাসপাতালের ৭০০টিরও বেশি প্রতিস্থাপন সম্পর্কিত অস্ত্রোপচারের সফল রেকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছে ৪৭টি ফুসফুস প্রতিস্থাপন এবং ২৩টি হৃদযন্ত্র প্রতিস্থাপন। এমনটি জানিয়েছে আবু ধাবি মিডিয়া অফিস।

আবুধাবিতে অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়ার ইতোমধ্যে বাড়ছে। ২০২৩ সালের শেষ নাগাদ ৮০০টিরও বেশি অপারেশন সম্পন্ন হয়েছে, যা অনেক রোগীর জীবন রক্ষা ও সুস্থতায় অবদান রেখেছে,’ বলেছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসেবা কর্মী পরিকল্পনা সেক্টরের নির্বাহী পরিচালক ড. রাশেদ ওবাইদ আলসুওয়াইদি।

সর্বশেষ

প্রথম একসঙ্গে হৃদযন্ত্র-দুটি ফুসফুস প্রতিস্থাপন, চিকিৎসাবিজ্ঞানে তোলপাড়

একটি গাড়ি ছাড়া আমার নামে আর কোন সম্পদ নেইঃ ব্যারিস্টার সুমন

আজ থেকে দেশের বাজারে মিলবে রয়্যাল এনফিল্ড, মূল্য কত

ফ্রিজে কতদিন রাখা যাবে মাছ-মাংস, কীভাবে রাখতে হবে, জানালেন পুষ্টিবিদ

এক বছর পর মাঠে ফিরলেন নেইমার

জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে গেল

ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print