বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপামর জনসাধারণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. হাবীবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার বায়তুলমাল সেক্রেটারি ও ৩৯ ওয়ার্ড আমীর ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুল হক বকুল, ব্যারিস্টার কলেজের সাবেক জিএস শফিউল আজম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ইপিজেড এলাকায় জ্ঞান চর্চাসহ অত্র এলাকায় ন্যায় ইনসাফের কেন্দ্রবিন্দু হিসেবে অত্র অফিস গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্খা ততোদিন বাস্তবায়ন হবে না যতদিন এই সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, সেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।