ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়েজিদে ১৩ বছরের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ : সাংবাদিকদের সহযোগিতায় উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে ৩ মিনিট

চট্টগ্রাম মহানগরী বায়োজিদ থানার রৌফাবাদ এলাকায় রিয়া মনি (১৩) নামে শিশু গৃহকর্মীকে ঘরে আটকে রেখে আমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার ১৩ বছরের এই গৃহকর্মীকে একটি বেসরকারী টেলিভিশনের সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। মা-বাবা, কেউই বেঁচে নেই। আশ্রয় মেলার মতো কোনো স্বজনও নেই। তবে অভিযুক্ত গৃহকর্ত্রী কথিত কবি লেখক নীলিমা শামীমকে গ্রেপ্তার করা যায়নি।

 প্রতিবেদক হাতে আসা ভিডিও এবং তথ্যের ভিত্তিতে এই যা দেখতে পেলো, সেটি রীতিমতো হৃদয়বিদারক।

464677216 431515933049521 6925766323638221853 n বায়েজিদে ১৩ বছরের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ : সাংবাদিকদের সহযোগিতায় উদ্ধারসারাদিনের হাড়ভাঙা খাটুনির পর কখনও সামান্য ভুলে বা কখনও বিনা কারণে শরীরে গরম লোহার সেঁক দেয়াসহ বর্বর নির্যাতনের চিহ্ন মিলেছে তার শরীরে।

রবিবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পুলিশকে সঙ্গে নিয়ে গৃহকর্মী রিয়া মনিকে উদ্ধারে শহরের অক্সিজেন মোড় এলাকার রৌফাবাদ কলোনিতে হাজির একাত্তর। বাড়িতে ঢুকতেই দেখা মেলে ১৩ বছরের রিয়ার।

পুলিশ ও সাংবাদিকের উপস্থিতির পরও ভয়ে কথা বলতে পারছিলো না রিয়া মনি। কিন্তু সারা শরীরে বর্বর নির্যাতনের চিহ্ন। অনেক বুঝিয়ে নিরাপত্তার আশ্বাসে একাত্তরের কাছে কথা বলতে শুরু করে রিয়া।

তার সঙ্গে কী ধরণের অমানবিক আচরণ এবং অত্যাচার করা হতো সে সবের রোমহর্ষক বর্ণনা উঠে রিয়া মনির কথায়। জানায়, ছাদ বাগানের গাছে পানি দিতে ভুলে যাওয়ায় জন্যও বেধড়ক মারপিট করা হতো তার সঙ্গে। সামান্য কাজের ভুলে খুন্তি গরম করে পুড়িয়ে দেয়া হয় হাত পা।

Screenshot 1 বায়েজিদে ১৩ বছরের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ : সাংবাদিকদের সহযোগিতায় উদ্ধারঅভিযুক্ত নীলিমা শামীম একজন কবি। বাসায় তার লেখা অসংখ্য বই আর পদক। স্বামী মাহবুব কোম্পনি প্রভাবশালী। একটি ময়দার মিলের মালিক। মেয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়ে। ছেলে বাবার ব্যবসা দেখে। শ্বাশুড়ির এমন নির্যাতনের কথা স্বীকার করলেন ছেলের বউ লুৎফুর নাহার জাহিন।

উদ্ধার অভিযানের খবর জানতে পেরে জড়ো হওয়া এলাকাবাসীও হতবাক। নির্যাতনের এসব তথ্য অনেকে জানলেও ভয়ে মুখ খুলতো না। অভিযুক্ত নিলিমাকে বাসায় পাওয়া যায়নি। তবে, পুলিশ বলছে রিয়া মনির অভিভাবক না থাকায় তারাই মামলার বাদি হবে।

462556484 941635247782235 2794207866257709486 n বায়েজিদে ১৩ বছরের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ : সাংবাদিকদের সহযোগিতায় উদ্ধারউদ্ধারের পর থানায় আনার পর রিয়া জানায়, নির্যাতনের কারণে পালিয়ে গেলেও তাকে আবার ধরে আনা হয়। মায়ের মৃত্যু হলেও তাকে দেখতে যেতে দেয়া হয়নি।

বদলে গেলো শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটসহ ১৪ হাসপাতালের নামবদলে গেলো শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটসহ ১৪ হাসপাতালের নাম চিকিৎসার জন্য রিয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। রিয়া মনির সঙ্গে সঙ্গে ঘটা নির্যাতনের বিচারে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা করছে প্রতিবেশীরা।

রিয়া মণিকে নির্যাতনের ঘটনায় রোববার দিবাগত রাতে নগরীরর বায়োজিদ বোস্তামি থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রামে ছয়দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৮০ হামলা

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

শীতে জ্বরঠোসা হলে কীভাবে সারাবেন? রইল প্রতিকারের উপায়

দেশ গড়তে নারীদের বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল সেই আ. লীগ কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ ম্যাচে অসদাচরণ, শাস্তি পেলেন জোসেফ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print