ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘মরার উপর খাঁড়ার ঘা’, নতুন বিপদে সাকিব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর বিপদে পড়ে দলটির নেতাকর্মী থেকে শুরু করে সাবেক সংসদ সদস্যরা। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর গ্রেপ্তর হয়েছেন অনেকেই। দেশ ছেড়েও পালিয়েছেন অনেকেই। যাদের একজন সাকিব আল হাসান।

সাকিব অবশ্য দেশ ছেড়ে না পালালেও ওই আন্দোলনের পর আর দেশে ফেরা হয়নি তার। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন এই তারকা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ইতি টানতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটে। কিন্তু দেশের সাধারণ মানুষের আন্দোলনের মুখে আর দেশে ফেরা হয়নি তার। ইচ্ছে অনুযায়ী ঘরের মাঠেও খেলা হয়নি শেষ টেস্ট।

আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাগুরা ১ আসনের সদস্য সাকিবের বিরুদ্ধে রয়েছে শেয়ার বাজারে অর্থ কেলেঙ্কারির অভিযোগ। হয়েছেন হত্যা মামলার আসামি। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলার সুযোগ পাচ্ছেন না। সব মিলিয়ে চরম বিপাকে সাকিব, তার মধ্যে দেখা দিয়েছে নতুন সমস্যা। প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন! এই যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’।

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের দীর্ঘ প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয়। ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন তিনি। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি।

সাকিব বল হাতে এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন। তবে ওই ম্যাচ নিয়েই আবারও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার আর ভালো কিছু নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন।

জানা গেছে, দ্রুতই স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। ইংল্যান্ডেরই কোনো ল্যাবে হতে পারে এই পরীক্ষা। দ্রুতই অ্যাকশন পরীক্ষা দিয়ে পূর্ণ মনযোগের সঙ্গে ক্রিকেটে ফিরতে চান সাকিব।

ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব। ওয়ানডে ক্রিকেট চালিয়ে যেতে চান আরও কিছু দিন। তবে আসন্ন আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রি বেশি বাঁকলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।

বোলিং অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সেই বোলার ফিরতে পারে ক্রিকেটে। যদিও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া বোলারের সংখ্যাটাও খুব একটা বেশি না। কিন্তু যারাই নিষিদ্ধ হয়েছেন সকলকেই অ্যাকশন পরিবর্তন করে পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে ক্রিকেটে। দেখার বিষয় সাকিবের সঙ্গে কী হয়!

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print