যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার (৫ নভেম্বর)। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। তার আগে নির্বাচনী প্রচারণার শেষ দিন নিজেকে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তুলনা করলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৪ নভেম্বর) একইসঙ্গে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ট্রাম্প ও কমালা হ্যারিস। শেষ দিনেও কমালাকে দোষারোপ করেছেন অভিবাসন ইস্যু ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির বেহাল দশায়। পেনসিলভানিয়া ছাড়াও নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও মিশিগানে শেষ দিনে প্রচারণা চালিয়েছেন ট্রাম্প।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেন, দুই সপ্তাহ আগে সীমান্ত কর্তৃপক্ষ ইতিহাসের সবচেয়ে যোগ্য প্রেসিডেন্টের উপাধি দিয়েছে আমাকে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি আব্রাহাম লিঙ্কন ও জর্জ ওয়াশিংটনের চেয়ে ভালো? তারা উত্তর দিয়েছেন, আমি তাদের থেকেও যোগ্য। যুক্তরাষ্ট্রের মানুষ তাকে হোয়াইট হাউজে চান বলেও বিশ্বাস ট্রাম্পের। সভা শেষে ফুরফুরে ট্রাম্প মেতে উঠেন নাচে।