ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সরকারী অনুদান পেলেন ১৭ সাংবাদিক

সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তিনি বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভাণ্ডার তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপ-সাংবাদিকতা বিলুপ্ত হয়।

আজ বুধবার (০৬ নভেম্বর) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও সাংবাদিকের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সার্কিট হাউজ হল রুমে আয়োজিত সভায় চট্টগ্রাম নগর, কক্সবাজার, বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ১৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) সৈয়দ মাহমুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমানে সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মো.সাঈদ হাসান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের শুধু অনুদানের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের জন্য বহুমুখী কল্যাণকর কাজেও হাত দিতে হবে। এ ছাড়া সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানে কাজ করছে কল্যাণ ট্রাস্ট। বয়োবৃদ্ধ ও অবসরকালীন সাংবাদিকদের জন্য ভাতা প্রদানে কার্যক্রম গ্রহণ করেছে কল্যাণ ট্রাস্ট—এমনটি জানিয়ে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, এ লক্ষ্যে নীতিমালা প্রণয়নে কাজ চলছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আমারদেশের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য জাহিদুল করিম কচি, দি পিপলস ভিউ- সম্পাদক ওসমান গণী মনছুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদের শওকত, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, সিএমইউজে’র সহ- সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজে’র যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, মুখলেছুর রহমান ফারহাদী, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, দৈনিক মানবকণ্ঠের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, সাংবাদিক জীবন মুছা, ফারুক মুনির, ইসমাইল ইমন ও আরিয়ান লেলিন প্রমূখ।

অনুষ্ঠানে ১৭ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

সর্বশেষ

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়ঃ প্রধান উপদেষ্টা

স্বর্ণের দাম কমলো

মেক্সিকান ভিসা পেতে আর দিল্লি যেতে হবে না

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print