আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন কিছুদিন আগেই জীবনের ৪০ বসন্ত পেরিয়ে পা রেখেছেন ৪১-এ। বসন্তের হিসাব যাইহোক না কেন, সবসময় নিজের অভিনয় শৈলী, রূপ-লাবণ্যে দুর্দান্ত সাফল্য পেয়েছেন তিনি। তবে ক্যারিয়ার চাকচিক্যময় হলেও ব্যক্তিজীবনে কিছুটা অপূর্ণতা রয়েছে। আর এ নিয়ে আক্ষেপ এই অভিনেত্রীর।
বর্তমানে সিংগেল মাদার হিসেবে জীবনযাপন করছেন বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই সময় কাটে তার। এবার হয়তো বুঝতে পেরেছেন, ঠিক কোন অপূর্ণতার কথা বলা হচ্ছে।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে অপূর্ণতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী বাঁধন। ওই সময় তিনি জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ একজন আসুক। এবার সেই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। বলেন, আবার নতুন করে, নতুনভাবে পথচলা শুরু করতে চাই।
এ অভিনেত্রী একমাত্র মেয়ের আবদার তুলে ধরে বলেন, আমার মেয়ে এখন বড় হয়েছে। সবই মায়ের একা করতে হয়, কষ্ট করতে হয়, কত যুদ্ধ করতে হয়―সবই বুঝছে সে। আর সবকিছু দেখে তার কাছে মনে হয়েছে, মায়ের জীবনে একজন সঙ্গী প্রয়োজন।
বাঁধন বলেন, আমি এখন অনেক বেশি মনে করি একজন জীবনসঙ্গী থাকতেই পারে। আর কেমন জীবনসঙ্গী চান, এ ব্যাপারে তিনি বলেন, জীবনসঙ্গীর ক্ষেত্রে যে আমাকে আমার মতো গ্রহণ করবে, তা অনেক বেশি জরুরি। জীবনসঙ্গী শব্দ সম্পর্কে যিনি বুঝবেন, এমন কেউ যদি আসে, তাহলে নিঃসন্দেহে তার সঙ্গে সঙ্গী হিসেবে পথচলা যাবে।
এছাড়া চল্লিশ বছর বয়সে এসে বিয়ের পরিকল্পনা প্রকাশ্যে আনা নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, ৪০ বছর তো পার হয়ে গেছে। এখন অন্যরকম একটা জীবনে আছি। এই নতুন জীবনে মনে হয়েছে, আমার একজন জীবনসঙ্গী থাকতেই পারে। মানুষ তো সঙ্গী ছাড়া আর থাকতে পারে না। আর আমার পুরো জীবন সঙ্গী ছাড়া কেটেছে, অলমোস্ট।
কথার একপর্যায়ে এ অভিনেত্রী অতীত নিয়ে আক্ষেপ করে বলেন, বিয়ে হোক বা যাই হোক না কেন, এই জীবনের পথচলায় কখনো কি সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি? সবসময় পেয়েছি একজন দানব, না হলে আমাকে যে অত্যাচার করছে, এমন মানুষ পেয়েছি। অ্যাবিউজ করছে আমাকে, এমন মানুষই পেয়েছি। সেই অর্থে জীবনসঙ্গী পাইনি কোনো, এটা সত্যি। আর সব মিলিয়ে এখন মনে হয়েছে, জীবনে পথচলায় একজন সঙ্গী হতেই পারে।