বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে শোকজ করার পর বিষয়টি মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন সংশ্লিষ্ট অভিযোগকারী সি আই পি মোঃ ফোরকান।
শুক্রবার রাতে গণমাধ্যমে আইনজীবীর মাধ্যমে দেয়া বিবৃতিতে রপ্তানীকারক ফোরকান বলেন, বিএনপির শোকজ নোটিশে অভিযোগকারী হিসেবে তার নাম দেখে তিনি বিস্মৃত। রাউজানে সংগঠিত চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রকৃত আসামীদের বাঁচাতে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ভিত্তিহীন অভিযোগ করে বিএনপির জাতীয় পর্যায়ের নেতা গিয়াস কাদের চৌধুরীকে জড়িয়েছেন।
বিবৃতিতে সি আই পি মোঃ ফোরকান বলেন, গিয়াস কাদের চৌধুরী আমার কাছে এক কোটি টাকা চাঁদা দাবী করেছেন কিংবা সন্ত্রাসীদের দিয়ে আমাকে শারীরিক নির্যাতন করেছেন- এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বিবৃতির অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছেও।