বাংলাদেশ ব্র্যান্ডফোর্ড কমিউনিটি গত শনিবার ৯ই নভেম্বর ব্র্যান্ডফোর্ড পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “কেমন বাংলাদেশ চাইঃ সমস্যা, সম্ভাবনা ও সংস্কারের রূপরেখা” শীর্ষক একটা সেমিনার আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ড. আবু হক এবং এটি সঞ্চালনা করেন ড. সাজ্জাদ হোসেন। সেমিনারের উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশীদের সংস্কার বিষয়ক ভাবনা একত্রিত করে সেই প্রস্তাবনাসমূহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দেয়া, যাতে সংস্কার বিষয়ে প্রবাসী বাংলাদেশীদের ভাবনা খসড়া সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করা যায়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শাকিল আহমেদ, জাহাঙ্গীর, নাফিজ ফাতিমা, ও ড. সাজ্জাদ হোসেন। সবশেষে ড. হক প্রস্তাবগুলোর একটি সারসংক্ষেপ তুলে ধরেন।