ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মা ও শিশু হাসপাতালের কমিটি বাতিল করে অনিয়ম, দুর্নীতির তদন্তের দাবি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জনগণের অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত হাসপাতাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যাপক লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রাতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে ওই কমিটি বাতিল করে হাসপাতালটিতে প্রশাসক নিয়োগ করার দাবি তুলেছেন ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদ’।

আজ রবিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের কাজরীর দেউরীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি তোলের নবগঠিত সংগঠনটির নেতাকর্মীরা। একই সাথে স্বজনপ্রীতিসমূহ সংস্কার ও গঠনতন্ত্রে সংযোজিত কালো আইন বাতিল করে নির্বাচন চায় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের আহ্বায়ক মো. ফজলুর রহমান মজুমদার স্বপন। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালের বিভিন্ন নিয়োগ, টেন্ডার কার্যক্রম, পদোন্নতি, চাকুরি স্থায়ীকরণ, মেডিকেল ভর্তিসহ প্রত্যেক সেক্টেরকেই দুর্নীতির আখড়ায় পরিণত করেছে পরিচালনা পরিষদ। প্রতি বছর স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের জন্য চার কিস্তিতে ৬ কোটি টাকা অনুদান প্রদান করে থাকে। প্রতি কিস্তি জিও বি গ্র্যান্ট ছাড় করার জন্য বিবিধ খরচের নামে ৩ লক্ষ টাকা করে হাসপাতালের তহবিল থেকে নিয়ে যাওয়া হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪র্থ কিস্তির টাকা ছাড়করণের জন্য গত ৬ জুন নোটশিট করে অনুমোদন দিয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩ লক্ষ টাকা পাঠানো হয়। সরকারি অনুদানের কিস্তির টাকা ছাড় করাতে বিবিধ খরচ কি? এভাবে হাসপাতালের কোটি কোটি টাকা তারা লোপাট করেছে। তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত দিনে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী নিয়োগে পত্রিকায় কোনো প্রকারের নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে তাদের আত্নীয় স্বজনদের নিয়োগ দিয়ে ‘নিয়োগ বাণিজ্য’ আত্মীয় ও দলীয়করণ করা হয়েছে। ফলে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও চেইন অফ কমান্ড সম্পূন্ন ভেঙ্গে পড়েছে। সেবার মানও শূন্যের কোঠায় এসে পৌঁছেছে। মেডিকেল কলেজে ভর্তিতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তিতে বিশাল অংকের লেনদেনের ভাগ বাটোয়ারায় বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি এবং বর্তমান কার্য্যনির্বাহী কমিটির অনেকেই জড়িত।
বর্তমান কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি দুজনই নন ডাক্তার উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতি বছর যখন এজিএম অনুষ্ঠিত হয় তখন সদস্যগণ বিভিন্ন বিষয়ে অবগত না থাকার কারণে কমিটির ভূলত্রুটি ও অসংগতি তুলে ধরতে পারে না।

তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালের জন্য নামে বেনামে অনুদান সংগ্রহ করা হয়। কিন্তু সংগৃহীত অনুদানের সঠিক হিসাব প্রদান করা হয় না। অনুদানের টাকা দিয়ে ইসি তাদের পরিবার এবং আত্নীয়-স্বজনদের আজীবন সদস্য করেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গাড়ি না দিয়ে অজ্ঞাত কারণে ক্যান্সার হাসপাতালের একজন ডাক্তারকে গাড়ি প্রদান করা হয়েছে। যে কোনো সংগঠনের বার্ষিক সাধারণ সভায় মোট সদস্যদের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে কোরাম হওয়ার বিধান রয়েছে। কিন্তু এই হাসপাতালের গঠনতন্ত্রে প্রায় ১০ হাজার আজীবন সদস্যের মধ্যে একশত একজনের উপস্থিতিতে কোরামের ধারা সংযোজন করা হয়েছে, যা একটি কালো আইন।

তিনি বলেন, গঠনতন্ত্রের ৫ ধারায় সদস্যপদের যোগ্যতা কমপক্ষে ১৮ বছর বয়স এবং এইচএসসি পাশ হতে হবে। কিন্তু সদস্য তালিকায় অপ্রাপ্ত বয়স্ক এবং এইচএসসি পাশ করেনি এমন অনেকের নাম রয়েছে। হাসপাতাল পরিচালনায় নতুন মেধাবী নেতৃত্ব যাতে সৃষ্টি হতে না পারে, সে জন্য বর্তমান ইসি গঠতন্ত্রে একটি কালো আইন সংযোজন করেছেন। অফিস বেয়ারার পদে নির্বাচন করতে হলে তাকে কমপক্ষে একবার কার্য্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে থাকতে হবে, যাতে যোগ্যতা সম্পন্ন লোক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে না পারে। এই কালো আইনটি বাতিল করা দরকার।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের সদস্য সচিব ইউসুফ বাহার চৌধুরী, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন, মো. সাজ্জাদ উদ্দিন, আলহাজ্ব নুরুল আফসার চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন সিদ্দিকী, মো. রকিবুল আমিন ভূইয়া, সোলাইমান বাচ্চু, সদস্য মো. ফজলুল করিম মজুমদার মুন্না, মো. মহিউদ্দিন মুন্সী, এডভোকেট নোমান আসকারী দিদার, হাসিনা আক্তার লিপি, মো. রকিবুল ইসলাম, মো. মোস্তফা তালুকদার, মো. আমিরুল ইসলাম, ছালেহ জঙ্গী প্রদিপসহ আরও অনেকে।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print