ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিককে ডেকে নিয়ে হুমকি

পিডিবির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চলের সংবাদ প্রকাশের জেরে দৈনিক পূর্বদেশের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে হুমকি প্রদান করেছে বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার। গত বুধবার দুপুর পৌণে তিনটার দিকে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ডেকে নিয়ে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্না। বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রথম পাতায় ‘বিদ্যুৎ বিভাগে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিবাদী বিভিন্নভাবে প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আকবর হোসেনের মাধ্যমে অফিসে আমন্ত্রণ জানান। অফিস কক্ষে ডেকে নিয়ে সংবাদ প্রকাশের জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ ভবিষ্যতে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে পূর্বদেশের প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমাকে ডেকে নিয়ে প্রধান প্রকৌশলীর মত একজন ব্যক্তি অপমান করতে পারেন না। সংবাদ বিরুদ্ধে গেলে প্রতিষ্ঠান বা প্রতিবেদকের উপর ক্ষোভ থাকতেই পারে। কিন্তু সেটা প্রতিবাদলিপি আকারে দেয়া যেতো। কিন্তু বিদ্যুৎ বিভাগ তা না করে প্রধান প্রকৌশলী ২০ দিন পর পরিকল্পিতভাবে অপমান করার জন্য আমাকে ডেকে নিয়ে ক্ষোভ ঝাড়তে পারেন না। সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ থাকবে- এসব কর্মকর্তাদের কারণে পুরো বিভাগের সম্মান নষ্ট হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যুৎ উপদেষ্টা, সচিব ও চেয়ারম্যানের প্রতি অনুরোধ করছি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, আমরা জিডি নিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print