জেলায় আজ নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে ই-কমার্স বিজনেস স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে কক্সবাজার আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- এর সভাপতি জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো মাহবুবুর রহমান, কক্সবাজার উইমেন চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ২৬০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করছেন।