লোহাগাড়া থেকে চট্টগ্রাম শহরে ফেরার পথে কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে সমন্বয়কদের গাড়ি বহরের একটি প্রাইভেট কারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুছতে গেলেও কেউ হতাহত হননি।এই ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করে এর চালককে আটক করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে থানায় জিডি হচ্ছে। পুলিশ প্রটেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম চট্টগ্রামে ফিরেছেন।